সারা বাংলা

বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্ণেল (অব.) ফারুক খান এমপির নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে দলটির পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুগের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের ফারুক খান বলেন, `বঙ্গবন্ধুকে হত্যার পর যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না তারা ক্ষমতায় এসেছে। তারা মুক্তিযুদ্ধের চেনতাকে ধ্বংস করার চেষ্ঠা করেছে। তারই অংশ হিসাবে আমাদের স্বাধীনতা যুদ্ধে ও অর্জনে বঙ্গবন্ধুর যে আবদান তা বিকৃত করার চেষ্ঠা করেছে তারা।  কিন্তু বাংলার মানুষ সেটি গ্রহন করেনি।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তানের কারগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে এসেছিলেন। তার ফিরে আসার মাধ্যমেই সত্যিকার ভাবে আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করেছিল। স্বাধীনতার আনন্দ পূর্ণতা পায়।’

জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘বিজয়ের পরে দেশের মানুষের মনে শঙ্কা ছিল বঙ্গবন্ধু দেশে ফিরে আসবেন কি না। আমাদের বিজয় অর্থবহ হবে কি না। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষিত হবে কি না। কোটি মানুষের হর্ষধ্বনির মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন বরেন। যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন করেছেন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো ত্যাগের বিনিময়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করবো। ’

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার খায়ের, সাধারন সম্পাদক মো. বাবুল শেখ প্রমুখ।