সারা বাংলা

সরকারি খাল ভরাট করায় ২ যুবকের কারাদণ্ড

গোপালগঞ্জে অবৈধভাবে সরকারি খাল ভরাট করার দায়ে শরীফুল শেখ (২১) ও মাহমুদ মোল্লাকে (২২) নামে দুই যুবককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সরকারী কমিশনার (ভূমি) মিলন সাহা এ সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত দুই যুবকের মধ্যে শরীফুলের বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা সিংগাতী গ্রামে এবং মাহমুদ মোল্লার বাড়ি একই উপজেলার কদমতলা গ্রামে। 

বিচারক মিলন সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপলগঞ্জ কারাগারের সামনে অভিযান চালায় ভ্রম্যমাণ আদালত। লোকজন দিয়ে অবৈধভাবে সরকারি খাল ভরাট করার সময় শরীফুল ও মাহমুদকে আটক করা হয়। পরে ভ্রম্যামাণ আদালত পরিচালনা করে দুই জনকে এক বছর করে কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।