সারা বাংলা

সোহাগ পল্লী রিসোর্টে ২ লাখ টাকা জরিমানা 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় অবস্থিত সোহাগ পল্লী রিসোর্টে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামাল হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ এর ৭ ধারা লঙ্ঘনে ও একই আইনের ১৯ ধারা অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জামাল হোসেন জানান, ওই রিসোর্টের জেলা প্রশাসকের নিবন্ধন ও লাইসেন্স ছিল না। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান জামাল হোসেন।