সারা বাংলা

সিলেটে লেগুনার মালিক-শ্রমিক সংঘর্ষ, আহত ১০ 

সিলেট নগরীতে লেগুনার মালিক ও চালক-শ্রমিকদের মধ্যে সংঘর্ষ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর ধোপাদিঘিরপাড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধোপাদিঘিরপারস্থ ওসমানী শিশু উদ্যানের সামনের স্ট্যান্ড দখল নিয়ে লেগুনা চালক ও শ্রমিক-মালিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে দুপুর দেড়টার দিকে লাঠিসোটা নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধাঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ আহত হন। এ সময় দুটি গাড়িও ভাঙচুর করা হয়। খবর পেয়ে সোবহানীঘাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, কী নিয়ে সংঘর্ষ এখনও স্পষ্ট নয়। তবে শুনা যাচ্ছে, স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের দীর্ধদিনের বিরোধ রয়েছে। সংঘর্ষের পর ওসমানী শিশু উদ্যানের সামনে থাকা লেগুনা স্ট্যান্ডটি উচ্ছেদ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।