সারা বাংলা

নবীগঞ্জে গন্ধগোকুল উদ্ধার, সাতছড়ি উদ্যানে অবমুক্ত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। এরপর বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় সেটি চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, নবীগঞ্জ উপজেলার বড়াকোনা গ্রাম থেকে প্রাণীটি উদ্ধার করেন তাদের কর্মীরা।

সাতছড়িতে অবমুক্তকালে ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী, অফিস স্টাফ জিয়াউল হক রাজু, রানা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, গন্ধগোকুল নিশাচর প্রাণী। খাটাশের বিভিন্ন প্রজাতির মধ্যে এরাই মানুষের কাছাকাছি থাকে। এরা মূলত ফলখেকো হলেও ছোট প্রাণী এবং তাল-খেঁজুরের রস খায়। এরা ইঁদুর ও ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে বলে জানান তিনি।