সারা বাংলা

আমার শোডাউনে কোনো বহিরাগত ছিল না: তৈমূর আলম 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘আমার শোডাউনে কোনো বহিরাগত লোক ছিল না। যারা ছিলেন তাদের সবাই নারায়ণগঞ্জ সিটির ভোটার। নদীর পশ্চিম পাড়ে আমার প্রতিদ্বন্দ্বি যে পথসভা করেছেন সেখানে সম্মানিত মেহমানরা নেতৃত্ব দিয়েছেন। আমরা এখন কঠিন অবস্থায় পরে গেছি।’

শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ১০টায় নিজের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তৈমূর  আলম বলেন, ‘আপনাদের (সাংবাদিক) মাধ্যমেই আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। একটা মেয়ে আছে যার বাবা আমাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিল। সেই মেয়েটার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। স্বপন নামের একটা ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। মহানগর যুবদলের নেতা জোসেফের বাড়িতে পুলিশ আক্রমণ করেছে। আমি বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি অনেক নেতার বাড়িতে পুলিশ যাচ্ছে। মূলত আমাদের ভয়ভীতি দেখানোর জন্য এসব করা হচ্ছে। একটা সুষ্ঠু নির্বাচন নারায়ণগঞ্জে হলে এর সুনাম আপনি বহন করবেন। তা না হলে এর দায় দায়িত্ব আপনাদের নিতে হবে এবং আপনার ভাবমূর্তি ক্ষুন্ন হবে।’

সাংবাদিক সম্মলনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তৈমূর আলমের প্রধান নির্বাচনী সমন্বয়কারী এটিএম কামালসহ অন্য নেতা কর্মীরা।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী, ১৪৮ জন সাধারন কাউন্সিলর ও ৪৩ জন সংরক্ষিত নারী কাউন্সিসিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই সিটি করপোরেশনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ ও নারাী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।