সারা বাংলা

চাপা দিয়ে ভ্যান টেনে নিয়ে গেলো ট্রাক, নিহত ১

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়ায় ট্রাকের চাপায় ভ্যানে আরোহী ১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ভ্যানের আরো ৩ যাত্রী।

বিত্তিপাড়া বাজারের দোকানি জসিম উদ্দিন জানান, শনিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বিত্তিপাড়া বাজারে ঝাউদিয়া থেকে আসা ভ্যানটি মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঝিনাইদহের দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। ভ্যানটি দুমড়ে-মুচড়ে ট্রাকের সামনের দিকে ভেতরে ঢুকে আটকে যায়। এভাবেই কিছুদূর ভ্যানটিকে টেনে নিয়ে যায় ওই ট্রাক। 

চৌড়হাস হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। ভ্যানের অপর ৩ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এদিকে ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। ঘটনার পর বিত্তিপাড়া বাজারে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 

হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা জানান, এরা ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার বাসিন্দা। প্রসঙ্গত, গত ৬ দিনে কুষ্টিয়ায় এ নিয়ে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন।