সারা বাংলা

সেনাসদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ১ 

সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করার অভিযোগে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার (১৯ জানুয়ারি) রাতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার গোবিন্দপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম।

তৌহিদুল ইসলাম জানান, কিছুদিন আগে রাজ্জাক নিজেকে সেনাবাহিনীর ক্যাপটেন সাগর চৌধুরী উল্লেখ করে ফেসবুকে একটি আইডি খোলেন। সেখানে তার সঙ্গে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা উম্মে কুলছুম জাহান নামের এক নারীর পরিচয় হয়। এক পর্যায়ে ওই নারীর ভাই তৌফিক প্রধানকে সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেন রাজ্জাক। এ জন্য তিনি বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ৩ লাখ ৮০ হাজার টাকা ওই নারীর কাছ থেকে হাতিয়ে  নেন। 

রাজ্জাক ভুক্তভোগী কুলছুম জাহানের ভাই তৌফিক প্রধানের নামে ভুয়া নিয়োগপত্র তৈরি করে পাঠিয়ে দেন। পরে ওই নারী প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। গাইবান্ধা ডিবি পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে। বুধবার রাতে রাজ্জাককে গ্রেপ্তার করা হয়।