সারা বাংলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তৈরি হওয়া যানজট কিছুটা স্বাভাবিক হয়েছে। ধীরগতিতে চলতে শুরু করেছে যানবাহন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সৃষ্টি হওয়া যানজট রাত সাড়ে নয়টার পর স্বাভাবিক হতে শুরু করে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘মহাসড়ক এখন অনেকটা স্বাভাবিক। দুই দিক থেকেই গাড়ি চলতে শুরু করেছে।’

এর আগে, বিকেলে মহাসড়কের নিমসারে দুর্ঘটনা এবং সড়ক মেরামতের কারণে প্রায় ৩০ কিলোমিটার যানজট তৈরি হয়। এতে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।