সারা বাংলা

স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময় সভায় হামলার অভিযোগ

কুমিল্লার দেবিদ্বার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময় সভায় নৌকার প্রার্থী জসিম উদ্দিনের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার ধামতী ইউনিয়নে খোসকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মিঠুর মতবিনিময় সভায় হামলা চালায় নৌকার প্রার্থী জসিম উদ্দিনের ভাই শাহপরান। এসময় তার সঙ্গে আরও ৪০ জন ছিল। হামলায় আহত হয়েছেন ১৫ জন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মিঠু বলেন, ‘বিকেলে আমাদের উঠান বৈঠকের কথা ছিল। সেখানে হঠাৎ নৌকার প্রার্থী জসিম উদ্দিনের ভাই হামলা চালায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।’

অভিযোগের বিষয়ে জানতে নৌকার প্রার্থী জসিম উদ্দিনের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’