সারা বাংলা

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত মেহেদি হাসান স্বপন নামের একজন ইলেকট্রিক মিস্ত্রি  চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে সে এ হামলার শিকার হন আজ (শনিবার) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বপন সারুটিয়া গ্রামের দবিবুর রহমানের ছেলে।

শৈলকুপা থানার ওসি তদন্ত মহাসিন আলী জানান, শুক্রবার গভীর রাতে শৈলকুপার সারুটিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন মেহেদি হাসান স্বপন। এ সময় সামাজিক আধিপত্যর জের ধরে প্রতিপক্ষরা এই গ্রামের তালতলা নামকস্থানে পৌঁছালে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। তখন তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে উদ্ধার করে প্রথমে শৈলকুপা পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

পুলিশ জানায়, কারা কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

এদিকে নব-নির্বাচিত সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হাসান মামুন দাবি করেন, নির্বাচন পরবর্তি এ হামলার শিকার হয়েছে স্বপন।  তিনি তার দলের সমর্থক ছিলেন। পরাজিত প্রার্থী জুলফিকার কায়সার টিপুর লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। 

আর টিপু পাল্টা অভিযোগ করে বলেন, তার পক্ষে স্বপন নির্বাচন করায় বর্তমান চেয়ারম্যান মামুনের সমর্থকেরা এ ঘটনাটি ঘটিয়েছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।