সারা বাংলা

যশোরে প্রথম ডোজ টিকা নিয়েছেন দু’লাখ ৪৯ হাজার শিক্ষার্থী

যশোরে ১২ থেকে ১৭ বছর বয়সী দুই লাখ ৪৯ হাজার চারশ’৩৬ জন শিক্ষার্থী পেয়েছেন করোনার প্রথম ডোজের টিকা।

তারা সকলেই মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থী। এর মধ্যে স্কুল ও কলেজের দু’লাখ ১৭ হাজার পাঁচশ’ ৯৬ জন ও মাদ্রাসার ৩১ হাজার আটশ’৪০ জন শিক্ষার্থী রয়েছে। ১৫ নভেম্বর থেকে শুরু হয় এ টিকা কার্যক্রম। যা শেষ হয়েছে ১৯ জানুয়ারি।

শনিবার (২২ জানুয়ারি) জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আজম জানান, সফলভাবে শিক্ষার্থীদের করোনার প্রথম ডোজের টিকা প্রদান কার্যক্রম শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই তাদের দ্বিতীয় ডোজ টিকা দেয়া হবে। এ পর্যন্ত জেলায় দু’লাখ ৪৯ হাজার চারশ’ ৩৬ জন শিক্ষার্থী টিকা নিয়েছে। যা লক্ষ্যমাত্রার ৯৭ দশমিক ৯৮ শতাংশ। যে সকল শিক্ষার্থী এখনো পর্যন্ত করোনার টিকা নেয়নি, তাদের চিন্তার কিছু নেই শিক্ষা অফিসে যোগাযোগ করলেই টিকা দেয়ার ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, ইতিমধ্যে জেলার সকল শিক্ষককে করোনার টিকার আওতায় আনা হয়েছে। অনেকে আবার বুস্টার ডোজও পেয়েছেন।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি থেকে সারাদেশে ১২ থেকে ১৭ বছর বয়সী এক কোটি ২৯ লাখ শিক্ষার্থীকে ভ্যাকসিন প্রয়োগের তালিকা পাঠানো হয়। যার মধ্যে এক কোটি ২৮ লাখ ৯৭ হাজার নয়শ’ নয়জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেয়া হয়েছে। সেই হিসেবে সারাদেশে প্রথম ডোজের ভ্যাকসিন পেয়েছে ৯৯ দশমিক ৯৭ শতাংশ শিক্ষার্থী।