পটুয়াখালীর বাউফল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোপাল চন্দ্র শীল ১১০ বছর বয়সে ভোট দিতে পেরে খুশি।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮ টায় তীব্র শীত উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে বাউফল পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকাল ৪ টা পর্যন্ত।
সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আবদুল লতিফ খান বাবুল জানান, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপাল চন্দ্র শীল এবারের সবচেয়ে বেশি বয়সী ভোটার।
গোপাল সকাল সকাল ছেলেদের কাঁধে ভর করে চলে এসেছেন ভোট দিতে। এই বয়সে তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে গর্ববোধ করেছেন।
সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ৯ জন করে পুলিশ সদস্য ও ১৫ জন আনসার সদস্যসহ নির্বাচনী মাঠে বিজিবি ও র্যাবের মোবাইল টিম মোতায়েন রয়েছে। ভোটে ১১ হাজার ৪শ ৫৮ জন ভোটারের বিপরীতে কাউন্সিলর পদে ২১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, নির্বাচনে মেয়র পদে জিয়াউল হক জুয়েল, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে লতিফ খান বাবুল এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ইশরাত জাহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বাউফল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার তরিকুল ইসলাম বলেন, সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ভালো। আশা করছি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবো।