সারা বাংলা

হিলি স্থলবন্দর দিয়ে পাট বীজ আমদানি শুরু 

প্রায় ১২ বছর বন্ধ থাকার পর ভারত থেকে আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাটের বীজ আমদানি শুরু হয়েছে। শনিবার (১২ মার্চ) ভারত থেকে ৬টি ট্রাকে করে ১২৬ মেট্রিক টন পাট বীজ এসেছে এই বন্দরে।

রোববার (১৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।

সোহরাব হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘শনিবার ভারত থেকে ৬ টি পাট বীজ বোঝাই ট্রাক ১২৬ মেট্রিকটন বীজ নিয়ে এই স্থলবন্দরে প্রবেশ করেছে। এর মাধ্যমে ১২ বছর পর এই বন্দর দিয়ে বীজ আমদানি শুরু হলো।’ 

আজিজুল ইসলাম রেন্টু নামের একজন পাটবীজ আমদানিকারক জানান, দেশি বাজারে পাট বীজের চাহিদা থাকায় ভারত থেকে এই বীজ আমদানি শুরু করেছি। ২০০৮ সালের পর এই বন্দর দিয়ে পাট বীজ আমদানি আর হয়নি। প্রায় ১২ বছর  বন্ধের পর দেশে চাহিদা থাকায় এ বন্দর দিয়ে আবারও পাট বীজ আমদানি শুরু করেছি। আমদানিকৃত পাট বীজগুলো দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।‘

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খাঁন জানান, শনিবার থেকে ভারতীয় পাট বীজ আমদানি করতে শুরু করেছেন আমদানিকারকরা। এসব বীজ বন্দরের শেডে রাখা হয়েছে। পরীক্ষা নিরিক্ষা শেষে বীজ আমদানিকারকদের কাছে হস্তান্তর করা হবে।’ 

তিনি আরও জানান, শুল্ক ছাড়াই এসব পাট বীজ আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে।