সারা বাংলা

শীতলক্ষ্যায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি

নারায়ণগঞ্জের আল-আমিন নগর এলাকার শীতলক্ষ্যা নদীতে শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। এতে লঞ্চটির অন্তত ১০ থেকে ১৫ জন যাত্রী নিখোঁজ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোববার (২০ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। লঞ্চটির বেশিরভাগ যাত্রীই শিক্ষার্থী বলে জানিয়েছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।

জানা গেছে, দুপুরে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিলো একটি লঞ্চ। এ সময় তেলবাহী একটি জাহাজ লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নদীতে উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে ডুবে যাওয়া লঞ্চটিতে থাকা যাত্রীদের স্বজনরা শীতলক্ষ্যা নদীর দুই তীরে ভিড় করেছেন। এ সময় তাদের আহাজারি করতে দেখা যায়।  

স্থানীয়রা জানান, ডুবে যাওয়া লঞ্চটিতে শতাধিক যাত্রী ছিল।

বিআইডব্লিউএর দাবি, লঞ্চটিতে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন।