সারা বাংলা

কুড়িগ্রামে টিসিবি’র পণ্য নিয়ে হুড়োহুড়ি

কুড়িগ্রামে নির্ধারিত স্পটে আমন্ত্রিত অতিথিরা টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। পণ্য বিতরণে কোনো নিয়ম শৃঙ্খলা না থাকায় গ্রহীতাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।  এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপকারভোগীরা।

রোববার (২০মার্চ) সকাল ১০টায় কুড়িগ্রাম পৌরসভাসহ জেলার ২২টি স্পটে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। 

কুড়িগ্রাম পৌরসভায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, পৌর মেয়র কাজিউল ইসলামসহ আমন্ত্রিত অতিথিরা। 

জানা গেছে, অতিথিরা চলে যাওয়ার পরপরই পণ্য নিতে হুড়োহুড়ি শুরু করে লোকজন।  

স্থানীয় এক বাসিন্দা জানান, কোনো নিয়ম-নীতি ছাড়া মাল দিলে ঝামেলা তো হবেই।  অবশ্যই এখানে সবাইকে সিরিয়ালে দাঁড় করিয়ে পণ্য দেওয়া উচিত ছিল।

পৌর কাউন্সিলর রোস্তম আলী তোতা জানান, আমার ২ নম্বর ওয়ার্ডের লোকজন বিশৃংখলা দেখে কার্ড ছিঁড়ে ফেলে চলে গেছেন। টাকা দিয়ে পণ্য নিতে এসে ভোগান্তিতে পরে ক্ষোভ প্রকাশ করেন কার্ডধারীরা।’ 

এ বিষয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আমরা সেখানে থাকা অবস্থায় কোনো সমস্যা হয়নি। কার্ডধারীরা যতক্ষন থাকবে ততক্ষন পণ্য দেওয়া হবে। ’

আসন্ন রমজান মাস উপলক্ষে কুড়িগ্রামে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য পাচ্ছেন ২ লাখ ৭৭ হাজার ৮৮০ জন।