সারা বাংলা

বঙ্গবন্ধু মেডিক্যালের পরিচালককে অবরুদ্ধ 

করোনাকালীন প্রণোদনার টাকা না পেয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করে রাখেন নার্সরা।

বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরিচালক সাইফুর রহমানকে হাসপাতালে তার নিজ কক্ষে অবরুদ্ধ রাখেন নার্সরা। পরে প্রণোদনা দেওয়ার আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন।

এদিকে অবরোধ চলাকালে ৫০০ বেডের এই হাসপাতালটিতে রোগীদের সেবা প্রদান বন্ধ ছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয় অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব আফসানা আক্তার সান্তা বলেন, ‘করোনার সময়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়েছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে ১ কোটি ৬০ লাখ টাকা প্রতিষ্ঠানটির অনুকুলে বরাদ্দ করে গত বছরের জুলাইয়ে। কিন্তু আমাদের পরিচালকের খাম-খেয়ালির কারণে সেই টাকার মধ্যে ১ কোটি টাকা ফেরত চলে যায়। আমরা এই অযোগ্য পরিচালকের অপসারণ দাবি করছি, পাশাপাশি আমাদের ন্যার্য পাওনা পাওয়ার প্রত্যাশা করছি।’ 

হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান বলেন, ‘টাকা বরাদ্দ পাওয়ার পর আমরা একটি কমিটি গঠন করি। সেই কমিটির তথ্যের ভিত্তিতে তালিকা তৈরী করে এজি অফিসে পাঠানো হলে সেখান থেকে জানানো হয় প্রয়োজনীয় অর্থ নেই। এ খবরেই কিছু ষ্টাফরা বিক্ষোভ করেছে।’

তিনি আরো বলেন, ‘প্রয়োজনীয় অর্থের জন্য সংশ্লিষ্ট দপ্তরের পত্র পাঠানো হয়েছে, আশা করছি দ্রæতই এই সমস্যার সমাধান হবে।’

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আব্দুল জলিল বলেন, বিক্ষোভের খবর পেয়েই আমি দ্রæত ঘটনাস্থলে যাই। পরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দশ দিনের সময় নেওয়া হয়েছে। নার্স ও ওয়ার্ডবয়রা এখন কাজে যোগ দিয়েছে।’