সারা বাংলা

প্রতিবন্ধী ভাতার কার্ড পাচ্ছেন শেকলে বাঁধা সেই বাবা-মেয়ে

গাইবান্ধায় শেকলে বাঁধা সেই বাবা ও মেয়ে অবশেষে প্রতিবন্ধী ভাতার কার্ড পেতে যাচ্ছেন।

সম্প্রতি জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডিতে গাইবান্ধা সদর উপজেলার উত্তর আনালেরতাড়ি গ্রামে মেয়ে রেহানা আখতার টুলি ও বাবা মোহাম্মদ আলীকে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছে- এমন সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি স্থানীয় প্রশাসনের নজরে এলে তারা অসহায় পরিবারটির খোঁজ-খবর করেন। পরে প্রতিবন্ধী বাবা-মেয়ের জন‌্য দুটি প্রতিবন্ধী ভাতা কার্ডসহ অন‌্যান‌্য সুযোগ সুবিধার ব‌্যবস্থা করা হচ্ছে। 

শনিবার (২৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার জেলা প্রশাসক অলিউর রহমান। 

প্রতিবেশি হাসান মাহমুদ সিদ্দিক বলেন, ‘গ্রামবাসীদের চেষ্টায়ও দুই প্রতিবন্ধীর কপালে কিছুই জুটলো না। অবশেষে তাদের বাবা ও মেয়ের পায়ে পরানো হলো লোহার শিকল।’ 

পরিবারের লোকজন বলেন, ‘টাকার অভাবে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। সরকারিভাবে তাদের চিকিৎসা সহযোগিতায়ও কেউ এগিয়ে আসেনি। এমনকি সাত বছরেও বাড়ির কাছের মেম্বার-চেয়ারম্যানদের নজরে আসেনি পরিবারটির দুর্দশার চিত্র।’

মোহাম্মাদ আলীর স্ত্রী হালিমা বলেন, ‘ঠিক মতো চিকিৎসা করলে হয়তো আমার স্বামী-সন্তান স্বাভাবিক জীবনে ফিরে আসবে। গ্রামবাসীরা চেষ্টার ত্রুটি করেনি। কিন্তু তাদের চিকিৎসা অনেক ব্যয়বহুল। সমাজের বিত্তবানদের নজরে হয়তো পড়েনি, তাই কেউ এগিয়েও আসেনি চিকিৎসায় সহযোগিতা করতে।’ 

পরিবারটিকে নিয়ে প্রকাশিত সংবাদ গাইবান্ধার জেলা প্রশাসক অলিউর রহমানের নজরে আসায় তিনি ব্যবস্থা নিতে নির্দেশ দেন গাইবান্ধা জেলা সমাজ সেবা বিভাগের কর্মকর্তাকে। সমাজ সেবা কর্মকর্তা তাৎক্ষণিকভাবে তদন্ত করে ঘটনার সত্যতা পান। আপাতত দুই প্রতিবন্ধীর জন্য দুটি ভাতার কার্ড করে দেওয়ার প্রস্তুতি নেন তিনি। 

তিনি বলেন, ‘শিগগিরই তাদের হাতে কার্ড দুটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।’

 

আরও পড়ুন > সাত বছর ধরে শিকলে বাঁধা বাবা-মেয়ে