সারা বাংলা

পরিবারের বিয়েতে অসম্মতি, প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই চা বাগানে বিষপানে তরুণ-তরুণী বিষপানে আত্মহত্যা করেছে। 

শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তারা বিষপান করলে হাসপাতালে নেয়ার পথে দুপুরে মৃত্যু হয়।

স্থানীয় বসু গোয়ালা জানান, দলই চা বাগানের লছমী লাইনের হারাধন সাঁওতালের ছেলে বিপুল সাঁওতালের (২২) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই বাগানের নতুন লাইনের কৃষ্ণ মাদ্রাজীর মেয়ে গীতা মাদ্রাজীর (১৬)। কিন্তু সেখানকার প্রথা অনুসারে এই দুই সম্প্রদায়ের মধ্যে বিয়ে হয় না। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ১০/১২ দিন পূর্বে গীতাকে নিজ বাড়িতে নিয়ে আসে বিপুল সাঁওতাল। বিষয়টি বিপুলের পরিবার মেনে নিতে পারেনি। এ নিয়ে প্রায়শই পরিবারের সঙ্গে ঝগড়া হতো বিপুলের। শনিবার সকালে বিপুলের মা কুসুম সাঁওতাল অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের। আর এতে অভিমান করে তারা একসঙ্গে বিষপান করে। 

তিনি আরও জানান, তাদের উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারের পরামর্শে তাদের মৌলভীবাজার নেয়া হয়। মৌলভীবাজার হাসপাতালে গীতা মাদ্রাজী মারা যায়। সেখান থেকে বিপুল সাঁওতালকে সিলেটে রেফার্ড করলে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

নিহতের স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের মধ্যে বিয়ের নিয়ম না থাকার পরও গীতাকে ঘরে তুলে নেয় বিপুল। বিপুলের পরিবার তা মেনে নিতে পারেনি। এতে ক্ষোভ ও অভিমান করে তারা আত্মহত্যা করে। 

মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান আসিদ আলী জানান, মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ  এলাকায় আনা হবে। 

কমলগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইশতিয়াক আহমদ জানান, পরিবার চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।