সারা বাংলা

শেরপুরে ১০৬ রোগীর মধ্যে অনুদানের চেক বিতরণ

শেরপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড এবং থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত ১০৬ জন রোগীর মধ্যে অনুদানের চেক প্রদান করা হয়েছে। 

রোববার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে শেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তর এ চেক বিতরণ করে।  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, আজ জেলায় কঠিন রোগাক্রান্তদের মধ্যে ৫০ হাজার টাকা করে মোট ৫৩ লাখ টাকার চেক বিতরণ করা হলো। সমাজ সেবা অধিদপ্তরের বিশেষ প্রকল্পের আওতায় প্রতিবছর কঠিন রোগে আক্রান্তদের মধ্যে চিকিৎসার ব্যয়ভার বহন করা হয়।  আমরা এই ধরনের মানুষের পাশে সব সময় আছি।