সারা বাংলা

ভোমরায় কোটি টাকার থ্রি-পিস ও গহনা জব্দ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে একটি ফলের গাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস এবং ইমিটেশনের গহনা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার (৪ এপ্রিল) বিকেলে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) দেওয়া সংবাদের ভিত্তিতে এসব মালমাল জব্দ করা হয়।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার আমীর মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থল বন্দর সূত্রে জানা গেছে, ভোমরা বন্দরের মেসার্স রফি এন্টার প্রাইজের একটি চালান কমলা লেবু নিয়ে বন্দরে প্রবেশ করে। এ সময় এনএসআইয়ের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ ওই গাড়িটিকে চ্যালেঞ্জ করে। পরে ওই লেবুর ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোট ১০২৯ টি কার্টুন উদ্ধার করা হয়। এ সময় কার্টুনগুলোর মধ্য থেকে ভারতীয় থ্রি-পিস এবং ইমিটেশনে গহনা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ভোমরা বন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, কমলা লেবুর ক্যারেটের মধ্যে কয়েকটিতে ঘোষণা বহির্ভুত ভারতীয় থ্রি-পিস ও শাড়ি পাচার করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে ওই ট্রাক আটক করা হয়।