সারা বাংলা

৪ বছর ধরে ভাঙা সেতু, দুর্ভোগ

জামালপুরের মেলান্দহের ঘোষেরপাড়া ইউনিয়নের পাঠানপাড়া এলাকার ঝাড়কাটা নদীর ওপর নির্মিত সেতুটি ভেঙে গেছে ৪ বছর আগে। ভাঙা সেতুটি সংস্কারে এখনো কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। এতে চরম দুর্ভোগে রয়েছেন ওই এলাকার আশপাশের মানুষজন। সেতু ভাঙা থাকার কারণে অতিরিক্ত ৪ কিলোমিটার পথ ঘুরে এলাকায় যেতে হচ্ছে তাদের। এতে করে বাড়তি পথ পাড়ি দেওয়ার পাশাপাশি বাসিন্দাদের গুনতে হচ্ছে কয়েক গুণ ভাড়া।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ২০১৮ সালের বন্যায় পানির প্রবল স্রোতে ঝাড়কাটা নদীর ওপর নির্মিত সেতুটির দক্ষিণ অংশ ভেঙে নদীতে পড়ে যায়। এরপর থেকে ওই সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচলসহ মানুষের পারাপার বন্ধ রয়েছে। দীর্ঘ চার বছরেও ওই স্থানে নতুন করে সেতু নির্মিত না হওয়ায় সেতুর আশপাশের গ্রামের অন্তত ২০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।

ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম লিটু বলেন, ‘বন্যায় সেতুটি ভেঙে গেছে। ওই সেতুর ওপর দিয়ে কয়েকটি গ্রামের মানুষ চলাচল করত। সেতু ভাঙা থাকার কারণে এলাকার লোকজন দুর্ভোগে পড়েছে। সেতু নির্মাণ করা হলে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘সেতুটি নতুন করে নির্মাণ করার জন্য বরাদ্দ চেয়ে প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছে। এখনো বরাদ্দ মেলেনি। বরাদ্দ পেলেই ওই স্থানে নতুন সেতু নির্মাণ করা হবে।’