টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামের গোবিন্দ চন্দ্র আর্য্য (৪২) সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। রাতে আর খোঁজ না মিললেও সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রেললাইনের পাশে মরদেহ পাওয়া যায় তার।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রেল সড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার।
গোবিন্দ নগরবাড়ি গ্রামের সুভাষ চন্দ্র আর্য্যর ছেলে। তার চাচাতো ভাই আপন আর্য্য জানান, সোমবার (১১ এপ্রিল) বিকেলে গোবিন্দ ও কয়েকজন স্বজন তার বাসায় খাওয়াদাওয়া করেন। পরে সন্ধ্যায় সবাইকে বিদায় দিয়ে গোবিন্দ কালিহাতী যাওয়ার উদ্যেশ্যে বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জানতে পারেন রেললাইনের পাশে গোবিন্দ’র লাশ পড়ে আছে। পরে সেখানে গিয়ে দেখতে পান নিহতের পা ও হাত ভাঙ্গা। এছাড়া পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, লাশটি রেললাইনের পাশে থাকায় বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে।