সারা বাংলা

চট্টগ্রামে মৌসুমের প্রথম বৃষ্টি

চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত চট্টগ্রামে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি হয়েছে। তবে এই বৃষ্টি আধঘণ্টার বেশি স্থায়ী হয়নি।

সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের আকাশ কালো মেঘে ঢেকে যায়। কিছু সময়ের মধ্যে তীব্র বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের মধ্যে দিয়ে ঝড় এবং বৃষ্টি শুরু হয়। চট্টগ্রাম মহানগরী ও জেলার প্রায় প্রতিটি উপজেলায় এই মৌসুমের প্রথম বৃষ্টির দেখা পেয়েছে মানুষ। তবে আকস্মিক বৃষ্টিতে ঘর বা অফিসের বাইরে রাস্তাঘাটে থাকা মানুষকে দুর্ভোগে পড়েন। কোথাও কোথাও হালকা পানি জমে যায়। তবে সকাল ১১টার পর বৃষ্টি থেমে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়।