সারা বাংলা

১৬ বীরাঙ্গনা পেলেন ঈদ উপহার

নীলফামারীর ডোমারে ১৬ বীরাঙ্গনা মা পেলেন ঈদ উপহারসামগ্রী। 

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে শহীদ মিজান আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ও অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু মো. দেলোয়ার হোসেনের ব্যবস্থাপনায় উপহারসামগ্রী দেওয়া হয়েছে।

শহীদ মিজান আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আওরঙ্গজেব করিমের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরন্নবী, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, সংগঠনের সমন্বয়ক আল-আমীন রহমান উপস্থিত ছিলেন।

প্রতিজন বীরঙ্গনা মাকে শাড়ি, আটা, চিনি, সেমাই, দুধ ও নগদ টাকা প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সৈয়দপুরে আরও ১৬ জন বীরাঙ্গনা মাকে উপহারসামগ্রী দেওয়া হবে।

বীরাঙ্গনা মায়েরা অভিযোগ করে বলেন, স্বাধীনতার ৫০ বছরেও আমরা কোনো স্বীকৃতি কিংবা সরকারি কোনো সহায়তা পাই না। মাঝে মধ্যে এই সংগঠন থেকে কিছু সহায়তা করে।