সারা বাংলা

‘রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে কাজ করছে চীন’

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গারা নিজেদের দেশে কিভাবে ফিরে যাবে সে লক্ষ্যে চীন সরকার ঢাকার সঙ্গে কাজ করে যাচ্ছে।’ 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চীন সরকারের পক্ষ থেকে মেডিক্যাল ইকুইপমেন্ট হস্তান্তরকালে এসব কথা বলেন তিনি।

লি জিমিং বলেন, 'গত পাঁচ বছর ধরে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে চীন মধ্যস্থতা করছে। গত দুই দিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন কালে বাংলাদেশ সরকারের প্রতিনিধি,  জাতিসংঘের প্রতিনিধি এবং  ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সময়ে রোহিঙ্গারা তাদের বাড়িতে তাদের দেশে ফিরে যাক সেটাই চায় চীন।'

তিনি আরো বলেন, 'রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন কার্যক্রম চীন সব সময় বাংলাদেশ এবং মিয়ানমারকে সহযোগিতা করে আসছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা গুলোকেও চীন রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে সব রকম সহযোগিতা করে যাবে। চীন বাংলাদেশের একান্ত বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের জনগণের জন্য সব সময় চীন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। মিয়ানমারের বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের সাধারণ মানুষ চিকিৎসা সেবা সহ নানাভাবে ক্ষতিগ্রস্হ হচ্ছে।’ 

এ সময় রাষ্ট্রদূত কক্সবাজারের মানুষের জন্য ভবিষ্যতে আরো সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। 

সদর হাসপাতালে মেডিক্যাল ইকুইপমেন্ট হস্তান্তরকালে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.  মোমিনুর রহমান প্রমুখ।