নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজারের ব্যাংক রোড সংলগ্ন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে প্রায় শতাধিক দোকান। একযোগে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট রাত ১২টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, আগুনে দোকান পুড়ে যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসার সময় হোসেন মার্কেটের মারওয়া ফ্যাশন নামের দোকানের মালিক রিংকু (৪৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
আগুনে পুড়ে আহত অবস্থায় ১২ জনকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাজারের ব্যবসায়ীরা ইফতার নিয়ে যখন ব্যস্ত; ওই সময় হঠাৎ রেল গেইটের স্টেশন মার্কেটের একটি দোকানে আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই ব্যাংক রোডসহ চারদিকে ছড়িয়ে পড়ে। এতে স্টেশন মার্কেট ও ইসলাম মার্কেটের জুতা দোকান, ফার্মেসি, কাপড়, হার্ডওয়্যার, বই, প্লাস্টিক দোকান ও গ্যাস সিলিন্ডার দোকানসহ অন্তত শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় পানির সংকট থাকায় ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে চৌমুহনী, মাইজদী, লক্ষ্মীপুর, ফেনীর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায়। রাত ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের পরপরই সরেজমিনে ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ, থানার অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক রনি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার জানান- মাইজদী, চাটখিল, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো চৌমুহনী বাজারের আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।