সারা বাংলা

লঞ্চঘাটে ফায়ার ফাইটারদের তৎপরতা

ঈদকে ঘিরে চাঁদপুর লঞ্চঘাটে ফায়ার ফাইটারদের তৎপরতা বাড়ানো হয়েছে। এতে করে যেকোন দুর্ঘটনা দ্রুত এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলম আমীন এ কথা জানিয়েছেন ।

তিনি বলেন, ঈদকে ঘিরে চাঁদপুর লঞ্চঘাটে ৮ সদস্যের ডুবুরি, লিডার, ফায়ার ফাইটার, ড্রাইভার ও কন্ট্রোল বাহিনী নিয়োজিত করা হয়েছে। এরা নিজেদের স্বাভাবিক কাজের পাশাপাশি লঞ্চে বৃদ্ধ, বিকলাঙ্গ ও দুর্বলদের নামানো উঠানোতে সাহায্য করবেন।

রবিউল আলম আমীন আরও বলেন, ঈদ উদযাপনে ঘর ফেরা নির্বিঘ্ন করতে আমাদের ২৮ এপ্রিল হতে ৮ মে পর্যন্ত কোন ছুটি থাকবে না। জেলার ৯টি ফায়ার স্টেশনই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সেবাদানে সার্বক্ষণিক স্ট্যান্ডবাই রয়েছে।