সারা বাংলা

ট্রেনের ছাদে উঠতে মই ভাড়া ২০ টাকা!

ঈদকে ঘিরে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে নারায়ণগঞ্জে। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছেন অনেকেই। আর ছাদে উঠা যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ২০ টাকা করে আদায় করা হচ্ছে। তবে এ টাকা নিচ্ছে স্থানীয় বখাটেরা। 

রোববার (১ মে) দুপুরে শহরের চাষাঢ়া রেলস্টেশনে এ দৃশ্য দেখা গেছে।

এসময় স্থানীয় কয়েকজন বখাটেকে মই নিয়ে প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। মই দিয়ে যাত্রীদের ছাদে উঠিয়ে দেওয়ার বিনিময়ে জনপ্রতি ২০ টাকা করে আদায় করছেন তারা।

যাত্রীরা জানান, ঢাকার রাস্তায় অনেক যানজট। বাসে গেলে অনেক সময় লাগে। ঝামেলাও অনেক পোহাতে হয়। তাই একটু কষ্ট করে হলেও ট্রেনে যাচ্ছি। অল্প সময়েই গন্তব্যে পৌঁছাতে পারবো।