সারা বাংলা

মৌলভীবাজারে ঈদের জামাতে মানুষের ঢল

মহামারি করোনার ভয় কাটিয়ে দুই বছর পর ঈদগাহ ময়দানে মানুষের ঢল নামে। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদের নামাজ পড়তে মানুষের ঢল নামে মৌলভীবাজার  শহরের শাহ মোস্তফা (রহ.) মাজারের পাশে জেলার বিখ্যাত দৃষ্টিনন্দন ও বিশাল টাউন ঈদগাহ ময়দানে।

মঙ্গলবার (৩ মে) প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৬টায়। এরপর সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় আরও দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রথম জামাতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-রাজনগর আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ হাসান, জেলা পরিষদের প্রশাসক মিজবাউর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।

ঈদগাহ ময়দানে ঈদের নামাজের প্রথম জামাতে ইমামতি করেন, দেওয়ানি জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মুহিদ উদ্দিন, ২য় ও ৩য় জামাতে ইমতি করেন যথাক্রমে পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মো.  মুহিবুর রহমান ও সুলতানপুর জামে মসজিদের ইমাম মুফতি শামসুজ্জোহা। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

এছাড়াও জেলার ৭টি উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।