সারা বাংলা

শাহী ঈদগাহের জামাতে লাখো মুসল্লির ঢল

সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানের প্রধান জামাতে লাখো মুসল্লির ঢল নেমেছে। বুধবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ সর্বস্তরের মুসল্লিরা এতে অংশ নেন।

নামাজের ইমামতি করেন মাওলানা রশিদুর রহমান ফারুক। নামাজ শেষে দেশ এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সিলেটে ঈদের দ্বিতীয় বৃহৎ জামাত সকাল ৮টায় দরগাহে হযরত শাহ জালাল (রহ.) জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে হযরত শাহ পরান (র.) মাজার জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে পৌনে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে মহিলাদের নামাজের জন্য বিশেষ ব্যবস্থা ছিল। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা আনন্দ ও উৎফুল্লের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের।