সারা বাংলা

কিশোর গ্যাংয়ের হামলার শিকার স্কুলছাত্র

ঠাকুরগাঁওয়ে ঈদ উপলক্ষে চলমান অস্থায়ী মেলায় গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে সৌরভ ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্র।

বৃহস্পতিবার (৫ মে) রাতে ঠাকুরগাঁও বড় মাঠের সামনে ঘটনাটি ঘটেছে। 

আহত সৌরভ আমানতুল্লাহ ইসলামি একাডেমীর ১০ম শ্রেণির ছাত্র। সে শহরের হাজিপাড়া আদর্শ কলোনির শরিফুল ইসলামের ছেলে।

জানা গেছে, ঘটনার দিন রাতে বন্ধুদের সাথে দেখা করতে শহরের বড়মাঠের অস্থায়ী মেলায় যায় সৌরভ। বড় মাঠে ঢোকার সময় প্রায় ৩০ জনের একটি কিশোর গ্যাং হামলা করে তাকে। 

এতে গুরুত্বর আহত হলে আশপাশের মানুষজন তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে।

আহত সৌরভের বড় ভাই সজিব বলেন, আমার ভাইয়ের সাথে কারো কোনো ঝামেলা ছিলো না। তবে যতটুকু জেনেছি তার (সৌরভের) বন্ধুদের সাথে প্রতিপক্ষ কিশোর গ্যাং’র পূর্বের বিবাদ ছিলো। সেই জেরেই আমার ভাইয়ের ওপরে হামলা করেছে। 

দিনে দিনে শহরে বেড়ে চলা কিশোর গ্যাং রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে জানার পরেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।