সারা বাংলা

দৌলতদিয়ায় পারের অপেক্ষায় শতাধিক গাড়ি

আপনজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এতে দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।

শুক্রবার (৬ মে) দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট হতে মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত যানবাহনের সারি দেখা গেছে। ফেরি পারের অপেক্ষায় রয়েছে প্রায় শতাধিক গাড়ি।

কুষ্টিয়া থেকে আসা মিজানুর রহমান বলেন, ‘প্রায় তিন ঘণ্টা ধরে জ্যামে বসে আছি। হয়তো আরো দেড় ঘণ্টা লাগবে ফেরিতে উঠতে।’

মাগুরা থেকে আসা রাজিব হোসেন নামে এক যাত্রী বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে ফেরিঘাটে আসলেও এখনো ফেরিতে উঠতে পারিনি। ঘাট থেকে এখনো প্রায় আড়াই কিলোমিটার দূরে আছি।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, ‘দুপুরের পর থেকে গাড়ির চাপ বাড়তে শুরু করেছে। বর্তমানে এই রুটে ২১টি ফেটি চলাচল করছে।’