সারা বাংলা

ময়মনসিংহে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

ময়মনসিংহের ভালুকা থেকে অপহরণ করা ৭ বছরের এক শিশুকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অপহরণকারী বাবু মোল্লাকে (২৮) গ্রেপ্তার করা হয়।

রোববার (৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। 

গ্রেপ্তারকৃত বাবুর বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার শিমুলিয়া গ্রামে।

ওসি শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৫ মে) ভালুকা উপজেলার বাটাজোর বাজার এলাকা ৭ বছরের শিশু শিপন কে বা কারা অপহরণ করে। শিশুটির পরিবার আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। ঘটনার পরদিন অপরিচিত একটি ফোন নাম্বার থেকে শিশুটির বাবা রুবেল খানকে কল করা হয়। এ সময় অপহরণকারীরা মুক্তিপন হিসেবে এক লাখ টাকা দাবি করে।  পরে শিশুটির বাবা ভালুকা থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

তিনি আরো জানান, অভিযোগ পাওয়ার পর শিপনকে উদ্ধারের জন্য জেলা গোয়েন্দা শাখা অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার (৭ মে) রাতে ময়মনসিংহ নগরীর শম্ভগঞ্জ এলাকা থেকে বাবু মোল্লাকে গ্রেপ্তার এবং অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু মোল্লা অপহরণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা হয়েছে।