সারা বাংলা

কর্মস্থলে ফিরলেন টিটিই শফিকুল

বরখাস্তের আদেশ প্রত্যাহার ও স্বপদে বহালের আদেশের পর কর্মস্থলে ফিরলেন পাবনার ঈশ্বরদীর আলোচিত ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলাম। 

সোমবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঈশ্বরদী জংসন স্টেশনে যোগ দেন। এর আগে সকাল ১০টার দিকে যোগ দিতে সেখানে পৌঁছান তিনি। 

গতকাল রোববার (৮ মে) বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও)'র কার্যালয় থেকে শফিকুলকে কাজে যোগদানের অনুমতি দেওয়া হয়। 

সেই আদেশ আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী জংসন হেডকোয়াটারে কার্যালয়ে এসে পৌঁছায়।

এক প্রতিক্রিয়ায় শফিকুল বলেন, ‘কর্মস্থলে ফিরতে পেরে আমি খুশি। তবে ট্রেনে দায়িত্ব বণ্টন করা হয়নি। হয়তো আগামীকাল থেকে দায়িত্ব পালন করতে পারবো।’

উল্লেখ্য, গত ৫ মে রাতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেনে ওঠা তিন যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করলে টিটিই শফিকুলকে বরখাস্ত করা হয়।

আরও পড়ুন

রেলমন্ত্রীর আত্মীয়কে জরিমানা করা টিটিই বরখাস্ত

সেই টিটিইকে বিভাগীয় রেলওয়ে কার্যালয়ে তলব

রেলমন্ত্রীর স্ত্রীর ফোনেই বরখাস্ত হন টিটিই শফিকুল!