সারা বাংলা

সয়াবিন তেল মজুদ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

পাবনার সুজানগরে অবৈধভাবে ৩ হাজার ১৩৭ লিটার সয়াবিন তেল মজুদ করায় দুলাল ঘোষ নামে এক ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১১ মে) দুপুরে তেল উদ্ধারের পর ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলাম বলেন, ‘দুলাল ঘোষের মালিকানাধীন ঘোষ স্টোরের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। তবে ওই ব্যবসায়ী গোডাউনে নয়, অন্য এক ব্যক্তির বাড়িতে তেল মজুদ করে রেখেছিলেন।’

তিনি আরো বলেন, ‘ঈদুল ফিতরের আগে এসব তেল কিনে মজুদ করেছিলেন তিনি। পরে স্থানীয় বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করছিলেন।’