সারা বাংলা

সয়াবিন তেল মজুদ রাখায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

লক্ষ্মীপুর পৌর শহরে সয়াবিন তেল মজুদ রাখায় চার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

জানা যায়, অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করায় নূর আলম স্টোর, রুপা স্টোর, রাজ্জাক স্টোর ও খান স্টোরকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত তেল জনগণের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস বলেন, ‘লক্ষ্মীপুর পৌর শহরে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নির্ধারিত মূল্যের বাইরে তেল বিক্রি ও তেল মজুত করে কৃত্রিম সঙ্কট সৃষ্টি না করতে পারে সেজন্য এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’