সারা বাংলা

মাদারীপুরে জব্দকৃত ৯৭২ লিটার তেল ন্যায্য দামে বিক্রি   

মাদারীপুরে বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় জব্দকৃত ৯৭২ লিটার সয়াবিন তেল ন্যায্য দামে বিক্রি করা হয়।  

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে সদর উপজেলার তাঁতিবাড়ি বাজারে এই অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, দুপুরে মাদারীপুর পৌরসভা এলাকার সিফাত এন্টারপ্রাইজের ডিলার বিল্লাল সরদার তাঁতিবাড়ি এলাকার খুচরা দোকানদারদের কাছে সয়াবিন তেল পাইকারি বিক্রি করতে যান। এ সময় ৭৬০ টাকার ৫ লিটারের সয়াবিন তেলের দাম ৯৩০ টাকায় বিক্রি করেন। এতে দোকানদারের সঙ্গে ডিলারের ম্যানেজারের কথা কাটাকাটি হয়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ডিলারের ম্যানেজর বিল্লাল সরদারকে আটক করেন। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে খবর দিলে তারা ডিলারের সঙ্গে থাকা ৯৭২ লিটার সয়াবিন তেল জব্দ করেন। এ সময় আটক বিল্লালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ হওয়া তেল খুচরা বাজারে নায্য দামে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়। 

এই সিন্ডিকেটর সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান ক্রেতা ও স্থানীয়রা। 

নিয়মিত বাজার মনিটরিং করে দাম নিয়ন্ত্রণে আনা হবে জানান সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।