সারা বাংলা

অসময়ে বাজারে উঠেছে শিম, কেজি  ২০০ টাকা

শীতকালীন সবজি শিম গ্রীষ্মকালে উঠেছে দিনাজপুরের হিলি বাজারে। প্রতিকেজি শিম ব্যবসায়ী বিক্রি করছেন ২০০ টাকা কেজি দরে। অসময়ের এই সবজি দেখে অনেকেই দাম বেশি হলেও অল্প করে কিনছেন।

বুধবার (১৮ মে) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা গেছে, আব্দুল খালেক নামের একজন সবজি ব্যবসায়ীর দোকানে ঢালিতে শিম সাজিয়ে বিক্রি করছেন। শিমগুলো তিনি প্রতিকেজি ২০০ টাকা দরে বিক্রি করছেন। অসময়ের শিম দেখে অনেকেই অবাক হচ্ছেন। দাম বেশি হওয়ায় ক্রেতাদের অনেকেই ৫০ টাকা দিয়ে এক পোয়া হলেও কিনছেন। 

সবজি কিনতে আসা লুৎফর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘শীতকালীন সবজি গ্রীষ্মকালে দেখা যাচ্ছে। দামটা অনেক বেশি, তাই ১০০ টাকা দিয়ে হাফকেজি নিলাম।’

রফিকুল ইসলাম নামের অপর এক ক্রেতা বলেন, ‘শিম আমারসহ পরিবারের সবার পছন্দের। বাজারে শিম দেখে কিনার আগ্রহ হলো, তাই এক পোয়া শিম ৫০ টাকা দিয়ে নিয়ে নিলাম।’

সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, ‘এখন শিমের মৌসুম না। শীতকালেই শিম পাওয়া যায়। তব হিলির মংলা গ্রামে সবজি কিনতে গিয়েছিলাম। গিয়ে দেখতে পাই একটি শিমের ঝাঙলায় শিম ঝুলছে। তাই দেখে ওই জমির মালিকের কাছ থেকে ১৭০ টাকা কেজি দরে চার কেজি শিম ঝাঙলা থেকে পেড়ে আনছি। এখন এই শিম বাজারে এনে ২০০ টাকা দরে বিক্রি করছি।’