সারা বাংলা

কিশোরগঞ্জে ক্ষুদ্রঋণ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ক সেমিনার

কিশোরগঞ্জ শহরের সমাজসেবা কার্যালয়ে ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় সমাজসেবা কার্যালয়ের হল রুমে সেমিনারের আয়োজন করা হয়।

সমাজসেবা অধিদফতরের বিভাগীয় পরিচালক (উপসচিব) মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. কামরুজ্জামান খানের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, যু্ব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক ফারজানা পারভীন, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক মো. মামুন অর রশিদ এবং বিআরডিবির উপপরিচালক মোহাম্মদ জহিরুল হক মৃধা। 

এছাড়াও সেমিনারে সমাজসেবা অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

দুই ঘণ্টাব্যাপি সেমিনারে ক্ষুদ্রঋণ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।