সারা বাংলা

১৬০০ টন গমসহ লাইটার জাহাজ ডুবি  

১৬০০ টন গম নিয়ে ঢাকায় যাওয়ার পথে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে ডুবে গেছে এম ভি তামিম নামের লাইটার জাহাজ। 

বুধবার (১৮ মে) বিকেলে সমুদ্রে চলমান থাকা অবস্থায় তলা ফেটে জাহাজটি ডুবে যায়। তবে অন্য জাহাজের সহায়তায় রক্ষা পেয়েছে ডুবে যাওয়া জাহাজের ১২ নাবিক।

ডুবে যাওয়া জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান সমতা শিপিং-এর কর্মকর্তা জামাল হোসেন এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এম ভি তামিম নামের জাহাজটি ১ হাজার ৬০০ টন গম নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে সমুদ্রের পানির নিচে অজ্ঞাত বস্তুর সঙ্গে লেগে জাহাজটির তলা ফেটে যায়। এতে পানি ঢুকে জাহাজ ডুবে যায়। 

তবে ডুবে যাওয়ার আগেই পাশের জাহাজ ডুবন্ত জাহাজের নাবিকদের উদ্ধার করে বলে জানান জামাল হোসেন।