সারা বাংলা

দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তার ৩০ বছরের কারাদণ্ড

নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় হাসান মোহাম্মদ রাসেদ নামে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) এক কর্মকর্তাকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে সাড়ে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ মে) নোয়াখালী জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হাসান মোহাম্মদ রাসেদ ফেনী জেলার দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামের আবদুল মালেকের ছেলে। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ফেনী শাখায় কর্মরত ছিলেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, হাসান মোহাম্মদ রাসেদ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ফেনী শাখায় কর্মরত থাকা অবস্থায় ১৭ লাখ টাকা গ্রাহকের ব্যক্তিগত হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ঘটনায় ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক বাদী হয়ে মামলা করেন।

দুদকের পক্ষে মামলাটি তদন্ত করে অভিযোগপত্র দাখিল করেন দুদকের নোয়াখালীর তৎকালীন উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।

নোয়াখালী দুদকের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট মো. আবুল কাশেম বলেন, ‘মামলার শুনানি শেষে বিচারক আসামিকে পাঁচটি ধারায় মোট ৩০ বছরের কারাদণ্ড ও সাড়ে ২২ লাখ টাকা জরিমানা করেন।’

তিনি আরো বলেন, ‘রায় দেয়ার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।’