সারা বাংলা

ব্যবসায়ীকে হত্যা, দায় স্বীকার করে আদালতে ৩ আসামির জবানবন্দি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ৩ আসামি আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রোববার (২২ মে) রাত ৯টার দিকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তৌহিদুল ইসলাম ১৬৪ ধারায় আসামিদের জবানবন্দি রেকর্ড করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, রোববার বিকেলে আসামি রাকিব, রিমন ও পাভেলকে আদালতে হাজির করা হয়। জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাদের বিচারকের খাস কামরায় নেওয়া হয়। রাত ৯টার দিকে তাদের বিচারকের খাস কামরা থেকে বের করে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে জুতা ব্যবসায়ী মো.আইমানকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। ঘটনার রাতেই নিহতের ভাই জহিরুল ইসলাম বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন।