সারা বাংলা

টেকনাফে ২ কেজি ক্রিস্টাল মেথসহ বিপুল পরিমাণ মদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসব ঘটনায় কোনো মাদক করবারিকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৩ মে) ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ ও হ্নীলা দমদমিয়া কামালের জোড়া এলাকা থেকে এসব মাদক উদ্ধার করে ২ বিজিবির সদস্যরা। বাহিনীটির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

খালিদ মোহাম্মদ জানান, টেকনাফের হ্নীলা ও শাহপরীর দ্বীপে মাদক পাচারের খবর পেয়ে পৃথক অভিযান চালায় বিজিবি। এ সময় শাহপরীর দ্বীপ থেকে ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১১৮ বোতল মিয়ানমারে তৈরি মদ (বার্মিজ মদ) উদ্ধার হয়। এছাড়া হ্নীলা কামালের জোড়া সীমান্ত এলাকার কেওড়া বন থেকে ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি স্থান থেকেই মাদক কারবারিরা পালিয়ে যায়।

তিনি আরো জানান, উদ্ধার করা মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।