সারা বাংলা

কলাপাড়ায় পচা মাংস বিক্রি, অর্থদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় পচা মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীর অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মে) দুপুরে টিয়াখালী চৌরাস্তার মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে মাংস বিক্রেতা বেল্লাল মুন্সীর ফ্রিজ থেকে প্রায় এক মণ পচা মাংস জব্দ করা হয়।

এ সময় বেল্লাল মুন্সীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকী। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে পচা মাংস মাটিচাপা দেয়া হয়। অভিযানকালে কলাপাড়া থানার এসআই আল-আমিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে যায়, সকালে কলাপাড়া থানার এক পুলিশ সদস্য ওই ব্যবসায়ীর দোকান থেকে গরুর মাংস কিনে বাসায় নিয়ে যান। বাসায় গিয়ে পচা মাংস দেখতে পান। এরপর তিনি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করলে অভিযান চালানো হয়।

এ ছাড়াও এ দিন শেখ কামাল সেতুতে অবৈধভাবে পার্কিংয়ের দায়ে ৮ জনকে ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকী জানান, ওই ব্যবসায়ী পচা দুর্গন্ধযুক্ত মাংস রাখার কথা স্বীকার করেছেন।