সারা বাংলা

সাতক্ষীরা পৌরসভার রাস্তার সংস্কার দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরার পৌরসভার রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ করেছেন পৌর বাসিন্দারা।

সম্মিলিত ছাত্র জনতা সাতক্ষীরা পৌরসভা শাখার আয়োজনে বুধবার (২৫ মে) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজগেট সংলগ্ন রাস্তায় বিক্ষোভ সমাবেশ করা হয়।

সম্মিলিত ছাত্র জনতার আহ্বায়ক ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সদস্য শেখ আমিনুর রহমান কাজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোটার কল্যাণ ব্যানার্জী, সম্মিলিত ছাত্র জনতার সদস্য সচিব শেখ ফারুকুজ্জামান ডেভিড, নাগরিক নেতা এজাজ আহম্মেদ স্বপন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, অবিলম্বে সাতক্ষীরায় কেন্দ্রীয় পোস্ট অফিস মোড় থেকে সরকারি কলেজ হয়ে পুরাতন সাতক্ষীরা রাস্তা, শহীদ রীমু সরণি থেকে সরকারি কলেজ রাস্তা, হোস্টেল রাস্তা, রথখোলার রাস্তাসহ পৌরসভার বিভিন্ন রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন যদি না করা হয়, তাহলে আগামীতে বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে।