সারা বাংলা

কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ইমরান 

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান।

বৃহস্পতিবার (২৬ মে) বিকেল ৩টার কুমিল্লা চেম্বার অব কমার্সের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

মাসুদ পারভেজ খান ইমরান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমি নিজের ইচ্ছায় নির্বাচনে আসিনি। আমার নেতা কর্মীদের কারণে ও কুমিল্লার ২৭টি ওয়ার্ডের মানুষের দিকে চেয়ে নির্বাচনে এসেছিলাম। তারা অতিষ্ট হয়ে গেছে স্থানীয় এমপির (আকম বাহার) লোকদের নির্যাতনে।’ 

তিনি আরো বলেন, 'নির্বাচনের জন্য আমার সব প্রস্তুতি ছিল। কিন্তু আমরা সবাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতি করি। আমরা তার নৌকার বিরুদ্ধে যেতে পারিনা। নেত্রীর নির্দেশ অমান্য করার মতো সাহস আমার নেই। তাই নেত্রীর নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমি আমার সব নেতাকর্মীকে বলবো আপনারা নৌকার পক্ষে কাজ শুরু করেন। আমিও মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিতে কাজ শুরু করছি। কারণ নৌকা কোনো ব্যক্তির না। নৌকা আমাদের বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক।’ 

এ সময় তিনি আক্ষেপ করে বলেন, ‘যারা নৌকা পেয়েছে তারা আমাদের কোন নেতাকর্মীকে নির্বাচন পরিচালনা কমিটিতে রাখেনি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই। তারা আমাকে ডাকুক বা না ডাকুক আমরা নৌকার পক্ষেই মাঠে আছি।’

প্রসঙ্গত, আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোট হওয়ার কথা। নির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেদ খান ইমরান প্রার্থীতা প্রত্যাহার করায় এখন প্রতিদ্বন্দ্বিতা হবে পাঁচ জনের মধ্যে।