সারা বাংলা

পৌঁছায়নি রিলিফ ট্রেন, ভোগান্তিতে পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রীরা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রেলস্টেশনের কাছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার ৪ ঘণ্টা অতিবাহিত হলেও (রাত ২টা পর্যন্ত) এখনো ঘটনাস্থলে আসেনি রিলিফ ট্রেন। এতে বিপাকে পড়েছেন ট্রেনটিতে থাকা সাধারণ যাত্রীরা।

এর আগে শুক্রবার (২৭ মে) রাত ১০ টার দিকে ঢাকাগামী ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে উত্তর বঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রী সুরাইয়া আক্তার বলেন, ‘চার ঘন্টা ধরে ট্রেনে বসে আছি। চারপাশে জঙ্গল, প্রচুর মশা। মশার কামড়ে কষ্ট পাচ্ছে ছোটছোট বাচ্চারা। সবাই বলছে সকালের আগে ট্রেন চলবে না।’

অপর যাত্রী মাহবুব বলেন, ‘মৌচাক স্টেশন পার হওয়ার অল্প সময় পরই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় ট্রেনেই বসে আছি। সকালে ট্রেন ঠিক হলে তারপর ঢাকা যাওয়া হবে। এছাড়া কোনো উপায় দেখছি না।’

মৌচাক স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাহিনুর রহমান শাহিন বলেন, ‘আমরা রিলিফ ট্রেনকে খবর দিয়েছি। তারা এখনো ঘটনাস্থলে আসেনি। ট্রেন আসলেই তারা উদ্ধার কার্যক্রম চালাবে।’

আরো পড়ুন: পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তর বঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ