সারা বাংলা

‘বরিশালে দুর্ঘটনা, ঘুমিয়ে ছিলেন চালক’

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করছি, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। এরপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। 

রোববার (২৯ মে ) তিনি এ কথা বলেন। 

পড়ুন: বরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১০

বেলাল উদ্দিন বলেন, বাসে যাত্রীসংখ‌্যা কত ছিলো তা জানা যায়নি। তবে আমরা ঘটনাস্থলে পৌঁছার পর প্রথমে ৪ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরও আহত উদ্ধার করা হয়।  নিহত ৯ জনের লাশ উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বরিশালের গৌরনদী থানার ওসি শেখ বেল্লাল হোসেন বলেন, আমরা ধারণা করছি বেপরোয়া গতিতে চালিয়ে এসে দুর্ঘটনা কবলিত হয়েছে বাসটি। তবুও তদন্ত সাপেক্ষে সবকিছু বের হয়ে আসবে। চালক বেঁচে আছে না মারা গেছে সেটা নিশ্চিত না। বাস জব্দ করা হয়েছে। যান চলাচল কিছু সময়ের জন‌্য বন্ধ ছিলো মহাসড়কে। এখন স্বাভাবিক।

উল্লেখ্য, উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের ১০ যাত্রী নিহত হয়েছেন। রোববার ভোরে উজিরপুরের বামরাইল ইউনিয়নে ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহারে এ দুর্ঘটনা ঘটে। এর কারণ ক্ষতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।