সারা বাংলা

সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ করে ইজিবাইক চালকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চালকরা৷ এতে সড়কের প্রায় ৪ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়৷ ফলে ভোগান্তিতে পড়েন ওই সড়ক দিয়ে যাতায়াতকারীরা। পরে প্রশাসনের কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন ইজিবাইক চালকরা।

ইজিবাইক চালকদের অভিযোগ, কয়েকদিন ধরে মহাসড়কে তাদের গাড়ি চালাতে বাধা দিচ্ছিল র‌্যাব। 

মঙ্গলবার (৩১ মে) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা চিটাগাং রোড, এসও, আদমজী, সিদ্ধিরগঞ্জ পুলসহ কয়েকটি স্থানে সড়কে বাঁশ ফেলে অবরোধ করেন ইজিবাইক চালকরা৷ 

অবরোধে অংশ নেওয়া ইজিবাইক চালকদের কয়েকজন জানান, চাষাঢ়া-আদমজী সড়কে দীর্ঘদিন ধরে ইজিবাইক চলাচল করছে৷ এই গাড়ি চালিয়ে তাদের জীবিকা চলে৷ সড়কের বিভিন্ন স্থানে চাঁদা দেওয়ার পরও নানা সমস্যার সম্মুখীন হতে হয় ৷ এরই মধ্যে গত কয়েকদিন ধরে ব়্যাব সদস্যরা আদমজী এলাকায় তাদের ইজিবাইক চলাচলে বাধা দিচ্ছে৷ এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা৷

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ‘ইজিবাইক চলাচলে বাধা দেয়ার অভিযোগ তুলে অবরোধ করেছিল চালকরা৷ এতে সড়কে যানজটের সৃষ্টি হয়৷ পরে চালকদের সঙ্গে কথা বলার পর তারা অবরোধ তুলে নিয়েছে৷’

র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ জানান, ইজিবাইক চলাচল বন্ধের কোনো নির্দেশ তারা দেননি৷ তাদের সুশৃঙ্খলভাবে ইজিবাইক চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে৷